ইউএফও নিয়ে বিস্তর তদন্তের ঘোষণা মার্কিন ভাইস প্রেসিডেন্টের
                          আগস্ট ৩, ২০২৫,  ০৩:২০ পিএম
                          অজ্ঞাত উড়ন্ত বস্তু (ইউএফও) নিয়ে অদূর ভবিষ্যতে বিস্তর তদন্ত করবেন বলে জানিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। এলিয়েনের (বহির্জাগতিক প্রাণ) বাহন খ্যাত ইউএফও নিয়ে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে থাকা ভিডিও দেখে এ বিষয়ে তদন্তের আগ্রহ প্রকাশ করেছেন তিনি। 
শুক্রবার (১ আগস্ট) সম্প্রচারিত ‘রুথলেস পডকাস্ট’-এর একটি পর্বে ভ্যান্স বলেন, “আমি পুরো ইউএফও বিষয়টাই...