এফ এ মিউজিকে আসিফ আকবর
ফেব্রুয়ারি ২৮, ২০২৫, ০২:১৭ পিএম
আগামী রোজার ঈদে এফ এ মিউজিক ইউটিউব চ্যানেলে মুক্তি পেতে যাচ্ছে গীতিকবি ফারুক আনোয়ারের লেখা এবং সংগীত পরিচালক সম্রাট আহমদের সুর ও সংগীত আয়োজনে জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবরের ‘ফিরে পাব কি আবার’ শিরোনামে একটি আধুনিক গান।এ প্রসঙ্গে গীতিকবি ও এফ এ মিউজিকের কর্ণধার ফারুক আনোয়ার বলেন, ‘আমার লেখা গানের অন্তর...