ঈদে আসছে খায়রুল ওয়াসির ‘হাবুডুবু’
মার্চ ২৩, ২০২৫, ১২:১৩ পিএম
ভালোবাসার কোনো দিনক্ষণ নেই। নেই সময়-অসময়। তাই প্রেমে পড়তে হয় বুঝেশুনে। না বুঝে অসময়ের প্রেমে পা দিলেই ঘটে বিপত্তি। জীবনের বাক বদলে যায় ভুল পথে। সারা জীবন ছলনার মায়াজালে বন্দি থাকতে হয়। অসময়ের প্রেম নিয়ে এবার গান বাঁধলেন এ সময়ের আলোচিত কণ্ঠশিল্পী খায়রুল ওয়াসি। গানের শিরোনাম ‘হাবুডুবু’। গানটিতে কণ্ঠ দেওয়ার পাশাপাশি...