নতুন গানে বর্ণালী সরকার
ফেব্রুয়ারি ১৯, ২০২৫, ১১:৪৬ এএম
এ সময়ের তরুণ কণ্ঠশিল্পী বর্ণালী সরকার। নিয়মিত গান করছেন তিনি। সম্প্রতি এই গায়িকা কয়েকটি গানে কণ্ঠ দিয়েছেন। তার মধ্যে অন্যতম ‘কি পিরিতি শিখাইলো বন্ধু কালাচাঁন’। সজীব অধিকারীর কথায় গানটির সুর ও সংগীত করেছেন এ এইচ তূর্য। গানের ভিডিও নির্মাণ করেছেন সোহেল তালুকদার ও এস এইচ সাকিব। এ প্রসঙ্গে বর্ণালী সরকার বলেন,...