কোলাজেন কফির উপকারিতা
                          জুন ২৫, ২০২৫,  ০৪:৩২ পিএম
                          সকালের এক কাপ কফি আমাদের দিনটি যেমন চাঙা করে তোলে, ঠিক তেমনি যদি সেই কফিতে মিশে থাকে 'কোলাজেন', তাহলে তা শরীরের ভেতর থেকে বাহির পর্যন্ত উপকার এনে দেয়। আধুনিক পুষ্টিবিদ ও রূপবিশেষজ্ঞদের মতে, কোলাজেন কফি এখন শুধু একটি পানীয় নয়—এটি রূপচর্চা, অ্যান্টি-এইজিং এবং সুস্বাস্থ্য রক্ষার একটি কার্যকরী সহযাত্রী।
কোলাজেন কী?
কোলাজেন হলো...