লাবণ্যের কণ্ঠে নজরুলের গান
সেপ্টেম্বর ১, ২০২৫, ০৯:১৭ এএম
ইয়াসমিন লাবণ্য, নিজের পেশাগত কাজগুলোর কারণেই তার সমসাময়িক শিল্পীদের চেয়ে অনেকটাই আলাদা। কারণ লাবণ্য গাইতে জানেন, নাচতে জানেন, জানেন উপস্থাপনা। যে কারণে প্রতিভাবান এই শিল্পী আমাদের সংস্কৃতি অঙ্গনের এই প্রজন্মের বেশ প্রিয় হয়ে উঠা এক নাম। এবার ইয়াসমিন লাবণ্যের কণ্ঠে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ‘ঐ ঘর ভোলানো সুরে’...