প্রথম বাংলাদেশি হিসেবে কান মনোনয়ন পেল রাজীবের ‘আলী’
এপ্রিল ২৯, ২০২৫, ০৭:৪১ পিএম
আঠারো বছরের পথচলার সোনালি ফল মিলল অবশেষে। পরিচালক আদনান আল রাজীবের ‘আলী’ জায়গা করে নিয়েছে বিশ্বের মর্যাদাপূর্ণ কান চলচ্চিত্র উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগে। এটাই প্রথমবার, কোনও বাংলাদেশি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের এমন অভূতপূর্ব সাফল্য!
সিনেমা ‘আলী’-এর দৈর্ঘ্য ১৫ মিনিট। শুটিং হয় গত ডিসেম্বর, সিলেটের মনোরম লোকেশনে। টানা পাঁচ দিন কাজ করে তৈরি হয়...