নদীর বুক যেন এক  টুকরো শহর
                          সেপ্টেম্বর ৬, ২০২৫,  ০৭:০৬ এএম
                          লাল, নীল, সবুজ ও হলুদ আলোয় চারদিকে বর্ণিল ও বৈচিত্র্যময় পরিবেশের চিত্র ফুটে উঠেছে, যেখানে বিভিন্ন রঙের আলোর উপস্থিতি বিশেষভাবে লক্ষণীয়। রাতের নিস্তব্ধতা ভেঙে নদীর বুকজুড়ে জ¦লে ওঠা এসব আলো মূলত মাছ ধরার ট্রলারের রঙিন বাতির ঝলকানি। দূর থেকে দেখে মনে হয় নদীর বুকে বসেছে তারার মেলা। জেলেদের কোলাহল, জালের...