রোকশানা আক্তার ছায়াময়ীর কবিতা ‘একুশের স্তম্ভ’
ফেব্রুয়ারি ২০, ২০২৫, ১২:১২ পিএম
ঐ দেখো কৃষ্ণচূড়ার রঙে ওরা এসেছে , ওরা এসেছে লাল সূর্যের আবীর ছুঁয়ে, প্রভাতের সুরে আলপনার রং তুলিতে।রিনিঝিনি চুড়ির শব্দে শব্দে, লাল সাদার ঝলকানিতে, নূপুরের ঝংকারে, বেদনার ডালা সাজিয়ে পুরোনো ক্ষতে। ওরা বায়জীপাড়ার চন্দ্রমুখী নয়,ওরা লালকেই ভালোবাসে।গভীর আঁধারে নিঃশব্দ চরণে বারবার ফিরে আসে। তাই আমিও আসি মলিন শোকে একটু হেসে হেসে।সে আমার রক্তের ভাই-বোনটিও...