গলফ তারকা জেক ন্যাপের প্রেমিকার আকস্মিক মৃত্যু
সেপ্টেম্বর ২৭, ২০২৫, ০৭:২১ পিএম
পিজিএ ট্যুরের উঠতি তারকা গলফার জেক ন্যাপ গভীর শোকে আচ্ছন্ন। তার দীর্ঘদিনের প্রেমিকা, মাকেনা হোয়াইট, মাত্র ২৮ বছর বয়সে মারা গেছেন।
গতকাল (২৬ সেপ্টেম্বর) শুক্রবার মাকেনার ঘনিষ্ঠ এক বন্ধুর ইনস্টাগ্রাম পোস্টের মাধ্যমে এই মৃত্যুর খবর নিশ্চিত করা হয়।
চলতি বছর মেক্সিকো ওপেনে ক্যারিয়ারের প্রথম পিজিএ ট্যুর শিরোপা জিতে শিরোনামে আসা জেক ন্যাপ...