গুলিয়াখালী সবুজে বেষ্টিত এক সৈকত
                          জানুয়ারি ২৮, ২০২৫,  ০১:১০ পিএম
                          সমুদ্র সৈকত বলতে আমরা সাধারণত বুঝি একরাশ বালু ঢাকা সমুদ্রের তীর। তবে গুলিয়াখালী সমুদ্র সৈকত কিন্তু সেই বৈশিষ্ট থেকে একদমই ভিন্ন। চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলায় অবস্থিত এই সৈকত স্থানীয় মানুষের কাছে  ‘মুরাদপুর বীচ’ নামেও পরিচিত। সীতাকুণ্ড বাজার থেকে গুলিয়াখালী বীচের দূরত্ব মাত্র ৫ কিলোমিটার।অনিন্দ্য সুন্দর সৈকতকে কে সাজাতে প্রকৃতি যেন...