‘কর্মই ধর্ম, কর্মেই মুক্তি’ : ট্রেন চালক
মার্চ ৩১, ২০২৫, ০৫:৩৩ পিএম
‘কর্মই ধর্ম, কর্মেই মুক্তি’- পেশাগত কারণে ঈদের নামাজ আদায় করতে পারিনি। নাড়ির টানে বাড়িতে নিরাপদে পৌঁছে দিতে পেরেছি, অপরিহার্য মানসিক শান্তি পাচ্ছি। সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মোবারক।সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এভাবেই একটি পোস্টে লিখেছেন ট্রেন চালজ আব্দুল আউয়াল রানা।সোমবার (৩০ মার্চ) রাতে তিনি বিজয় এক্সপ্রেস ট্রেন নিয়ে আখাউড়া থেকে...