খলনায়ক থেকে অ্যাকশন কিং: আজ জসিমের জন্মদিন
আগস্ট ১৪, ২০২৫, ০৫:২৮ পিএম
ঢাকার চলচ্চিত্রে ভিলেন হিসেবে অভিষেক হলেও, নায়ক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে সময় নেননি। আজ তার জন্মদিন, এবছর তার ৮০তম জন্মবার্ষিকী। বেঁচে থাকলে হয়তো এই দিনে পরিবারের মানুষ, সহকর্মী আর ভক্তদের ভালোবাসায় সিক্ত হয়ে কাটাতেন তিনি। আজও তিনি ভালবাসায় সিক্ত, তবে উদযাপনে নয়, কেবল স্মৃতিতে - সেই স্মৃতি আজও তাজা, উজ্জ্বল আর গর্বের। বাংলা...