লাল প্রোফাইল দেওয়া ইয়াসিনের পোড়া লাশ উদ্ধার সাবেক এমপির বেডরুমে
জুলাই ৯, ২০২৫, ০১:৩৫ এএম
নাটোরের আকাশে আজ নেমে এসেছে ঘন বিষাদের ছায়া। আন্দোলনের পথচলায় জীবন দিয়ে দিল আরেক কিশোর। মল্লিকহাটি গ্রামের ফজর আলীর ছেলে ইয়াসিন আলী (১৬)-যার ফেসবুক প্রোফাইল ছিল লাল, যে বিশ্বাস করতো শহীদের রক্ত বৃথা যেতে পারে না-তার পোড়া মরদেহ পাওয়া গেল সাবেক এমপির ব্যক্তিগত বাসার বেডরুমে।
৪ আগস্ট নিখোঁজ হয় নবম শ্রেণির...