২৭ বছরেও আলো ছড়ায়নি ঝিলমিল আবাসিক প্রকল্প
জানুয়ারি ৮, ২০২৫, ০১:২৭ এএম
২৭ বছরেও আলো ছড়ায়নি ঝিলমিল আবাসিক প্রকল্প। ঢাকা-মাওয়া মহাসড়কে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) এই প্রকল্প। ১৯৯৭ সালে ৩৮১ দশমিক ১১ একর জমিতে প্রকল্পটি গড়ে ওঠে। অবকাঠামো উন্নয়নে দীর্ঘসূত্রতা প্রকল্পটির আজকের এই অবস্থা। একনজর দেখলে বোঝা যাবে, সুবিশাল প্রকল্পটির অস্তিত্বটুকুই শুধু টিকে আছে। চারদিক বিরানভূমি, জনমানবহীন। হাতে গোনা বাড়িঘর। আর কেবলই...