মধ্যরাতে কম্বল হাতে মানবিক ডিসি ফরিদা খানম
জানুয়ারি ১৩, ২০২৫, ০৬:২০ পিএম
রাত প্রায় পৌনে ১টা। গাঢ় কুয়াশায় ছেয়ে নগরজুড়ে। কুয়াশাভরা নিশিরাতে সাঁইসাঁই করে এগিয়ে যাচ্ছে চট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা খানমের পাজেরো। তার পেছনে সাদা রঙের পিকআপ। সরকারি কোনো প্রোগ্রাম না থাকলে জরুরি কোনো কাজ ছাড়া সাধারণত এতরাতে ঘরের বাইরে থাকেন না জেলা প্রশাসক। তার ওপর উনি একজন নারী! সবার একটাই প্রশ্ন,...