‘ড্রাকুলা’ চরিত্রে সুয়ারেজ, সতীর্থের হাতেই বসালেন ‘কামড়’
এপ্রিল ১৪, ২০২৫, ০৭:৩২ পিএম
‘ড্রাকুলা অব ফুটবল’ বলা হয় কোন ফুটবলারকে? এমন প্রশ্নের উত্তরে সবার আগে যে নামটি আসবে সেটি হল লুইস সুয়ারেজ। কেননা, ফুটবল মাঠে বেশ কয়েকবার সতীর্থ কিংবা প্রতিপক্ষকে ‘কামড়’ দিয়ে বিতর্কের মুখে পড়েছেন এই ফুটবলার। এবারও নতুন করে আবারও সতীর্থকে কামড় দিয়ে আলোচনায় এসেছেনে এই উরুগুইয়ান।ঘটনাটি বেশ কয়েকদিন আগের। গত ১০...