বিজু ঘিরে পাহাড়ে পাহাড়ে উৎসবের বন্যা
এপ্রিল ১১, ২০২৫, ০২:৪০ পিএম
তিন পার্বত্য জেলায় বিজু সাংগ্রাইকে ঘিরে পাহাড়ে পাহাড়ে উৎসবের বন্যা বইছে। গত ৯ এপ্রিল থেকে তিন পার্বত্য জেলা উপজাতি সম্প্রদায়ের বড় ধর্মীয় উৎসব বিজু নানান কর্মসূচির মধ্যে দিয়ে শুরু হয়েছে।চাকমাসহ পাহাড়ে বসবাসরত অন্যান্য ধর্মাবলম্বী ত্রিপুরা,বড়–য়া ও মারমা সম্প্রদায়ের লোকেরা ১২ এপ্রিল শনিবার ফুল বিজুর মধ্য দিয়ে তাদের উৎসব শুরু করবেন।বিজুকে...