তুষারধসে পাঁচ পর্বতারোহীর মৃত্যু
নভেম্বর ২, ২০২৫, ০৭:১৮ পিএম
ইতালিতে তুষাধসে পাঁচ পর্বতারোহীর মৃত্যু হয়েছে। ডোলমিতে নামে ওই পাহাড়ে গতকাল শনিবার বিকেলে এ ঘটনা ঘটে। পাঁচজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে ইতালির পাহাড় উদ্ধার সার্ভিস।
নিহতদের সবাই জার্মান নাগরিক। পাহাড়টি সুইস সীমান্তবর্তী ইতালির উত্তরপূর্বাঞ্চলের তায়রল অঞ্চলে অবস্থিত।
রোববার (২ অক্টোবর) বার্তাসংস্থা এএফপি জানিয়েছে, নিহতরা দুটি আলাদা দলে ছিলেন। এরমধ্যে এক দলের তিনজনের...