দর্শনা-জয়নগর ইমগ্রিশেনে কমছে ভারতগামী যাত্রী, লোকসানে ব্যবসায়ীরা
জানুয়ারি ৮, ২০২৫, ০৩:৪০ পিএম
চুয়াডাঙ্গা-দামুড়হুদা উপজেলার দর্শনা-জয়নগর আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে ভারতগামী যাত্রীর সংখ্যা একেবার কম। ভিসা প্রদানের ক্ষেত্রে ভারত সরকার বিধিনিষেধ আরোপ করায় কমেছে দুই দেশের মধ্যে যাত্রী পারাপার। আগে প্রতিদিন গড়ে যেখানে দেড় থেকে ২ হাজার যাত্রী পারাপার হতো, এখন সেখানে প্রতিদিন পারাপার হচ্ছে ৫০ থেকে ৬০ জন যাত্রী। যাত্রীপারাপার কমে যাওয়ায় ‘ভ্রমণ...