সদকাতুল ফিতর আদায়ের সময় ও পদ্ধতি
মার্চ ২৯, ২০২৫, ১০:০০ এএম
সদকা মানে দান, আর ফিতর মানে রোজার সমাপন বা ঈদুল ফিতর। অর্থাৎ ঈদুল ফিতরের দিন আদায় করা সদকাকেই সদকাতুল ফিতর বলা হয়। এটিকে জাকাতুল ফিতর বা ফিতরাও বলা হয়ে থাকে।ইসলামের দৃষ্টিতে রমজানের শেষে নিসাব পরিমাণ সম্পদের মালিকের ওপর সদকাতুল ফিতর আদায় করা ওয়াজিব।পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, ‘সাফল্য লাভ করবে সে,...