ধনবাড়ীতে বিলুপ্তির পথে গ্রাম-বাংলা’র ঐতিহ্য ঢেঁকি
জানুয়ারি ২২, ২০২৫, ০৫:০৯ পিএম
“বৌ ধান বানরে উঠানে বসিয়া, আমি নাছি তুমি নাচ হেলিয়া ধুালয়া বৌ ধান বানরে”। নেচে গেয়ে গ্রাম বাংলার ঐতিহ্য ‘ঢেঁকি’ দিয়ে চালগুড়া করার প্রাচিন এই পদ্ধিতি বিলুপ্ত প্রায়। গ্রাম বাংলা ঐতিহ্য ঢেঁকি, আজ হারিয়ে যেতে বসেছে। অতীতে গ্রামের প্রতিটা বাড়িতে ছিলো কাঠের তৈরি এ ঢেঁকি। আজ টাঙ্গাইলের ধনবাড়ীতে সারা গ্রাম...