সময় কি সত্যিই কখনো দ্রুত কখনো ধীরে চলে
ডিসেম্বর ৮, ২০২৫, ০৬:১৬ পিএম
সময় কি সত্যিই কখনো দ্রুত কখনো ধীরে চলে? এক মুহূর্তে দিন শেষ হয়ে যায়, আর অন্য সময় যেন ঘণ্টাগুলো থমকে থাকে। পদার্থবিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে সময় এক ধ্রুবক, তবুও আমাদের মস্তিষ্ক, আবেগ এবং জীবনের অভিজ্ঞতা এটিকে ভিন্নভাবে অনুভব করায় এবং শুরু হয় রহস্যময় খেলা।
প্রতিটি মুহূর্ত আমাদের কাছে নতুন করে ধরা দেয়—কখনো উড়ে...