‘প্রেসিডেন্ট অ্যাট ওয়ার’: দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও মার্কিন প্রেসিডেন্টদের প্রেমজীবন
মার্চ ৪, ২০২৫, ১১:৩৯ এএম
নতুন প্রকাশিত বই ‘প্রেসিডেন্ট অ্যাট ওয়ার’ এ মার্কিন প্রেসিডেন্ট জন এফ কেনেডির প্রেমজীবনের একটি বিতর্কিত অধ্যায় উঠে এসেছে। লেখক স্টিভেন এম গিলন দাবি করেছেন, কেনেডি এক ডেনিশ-আমেরিকান সাংবাদিক ইনগা আরভাদের প্রেমে পড়েছিলেন, যিনি সম্ভাব্য নাৎসি গুপ্তচর হিসেবে সন্দেহভাজন ছিলেন। এফবিআই কেনেডি-ইনগার সম্পর্কের ওপর নজর রাখে এবং তাদের ফোনে আড়িপাতে। একপর্যায়ে কেনেডিকে...