ফ্যাশন ও বিউটি ট্রেন্ডে নতুন লিপগ্লস বাজারে এনেছে নিওর
অক্টোবর ২৪, ২০২৪, ০৫:৩১ পিএম
ফ্যাশন ও বিউটি ট্রেন্ডে নারীর ঠোঁট রাঙাতে সম্প্রতি আলোচনায় লিপগ্লস। আর তাই সৌন্দর্য্য প্রসাধনে নারীর আস্থার প্রতীক নিওর ব্র্যান্ড বাজারে এনেছে দুটি আলাদা ভ্যারিয়েন্টের লিপগ্লস। নিওর কালার কসমেটিকস-এ যোগ হয়েছে ‘পাউট এন অ্যাবাউট’ এবং ‘প্লাম্প এন পাউট’ লিপগ্লস।নিওর সংশ্লিষ্টরা জানান, প্রায় ত্রিশ বছর ধরে সৌন্দর্য এবং গ্ল্যামার জগতে নিওর বাই...