এসএসসি পাসেই সেনাবাহিনীতে চাকরির সুযোগ
ফেব্রুয়ারি ২২, ২০২৫, ০৩:৫৯ পিএম
সৈনিক পদে ট্রেড-২ (বিশেষ পেশায়) শাখায় জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। ট্রেড-২ এর পেশাগুলো হলো- কুক (মেস), কুক (ইউনিট), কুক (হাসপাতাল), ব্যান্ডসম্যান, পেইন্টার অ্যান্ড ডেকোরেটর, পেইন্টার, কার্পেন্টার এবং টিন স্মিথ।এসএসসি বা সমমান পরীক্ষায় কমপক্ষে জিপিএ-২.৫০ থাকতে হবে। জিপিএ ৩.০০ বা এর বেশি জিপিএ প্রাপ্ত প্রার্থীদের যোগ্যতার ভিত্তিতে ট্রেড-১ এ...