আমু-সালমানের ছায়ায় মন্ত্রিত্ব পান নূরুল মজিদ
সেপ্টেম্বর ২৬, ২০২৪, ০১:৫৬ পিএম
►সাবেক এই শিল্পমন্ত্রী কারাগারে►শিল্প খাতকে ধ্বংসের অভিযোগ►নরসিংদী আন্ডারওয়ার্ল্ড নিয়ন্ত্রণ করতেন►ইফতারে খেজুরের পরিবর্তে বরই খাওয়ার পরামর্শে সমালোচিত►ব্যালট ছিনিয়ে জালভোট দেন ছেলে সাদিআওয়ামী লীগের প্রবীণ নেতা, সাবেক মন্ত্রী আমির হোসেন আমুর আত্মীয় ও বিতর্কিত ব্যবসায়ী-রাজনীতিবিদ সালমান এফ রহমানের সঙ্গে সখ্য থাকায় মন্ত্রিত্ব বাগিয়ে নেন নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন। শিল্প মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ...