পাথরঘাটায় মা হয়েছে পাগলী, বাবা হয়নি কেউ!
নভেম্বর ২১, ২০২৪, ০৩:০৬ পিএম
‘পাগলীটাও মা হয়েছে, তবে বাবা হয়নি কেউ। পাগলী বলে যায়নি ছেড়ে, প্রসব ব্যথার ঢেউ। রাস্তায় ঘুরে কাটে দিন, আর রাস্তায় কাটে রাত। পাগলী বলে স্বামী হয়নি, পায়নি সংসার স্বাদ। পাগলীও কি করেছিল যৌন আহ্বান?’নিলাদ্র নাজিমের জনপ্রিয় একটি কবিতার কয়েকটি লাইন বাস্তবে রূপ নিয়েছে বরগুনার পাথরঘাটা উপজেলার নিজঠিমারা গ্রামে। কোনো এক...