রম্য কবিতা: আবোল-তাবোল
নভেম্বর ২৬, ২০২৪, ০৪:১৩ পিএম
বউয়ের হুকুম সদাই আনো, বাড়িয়ে দিলো থলে,কাঁদছে পকেট, হাতড়ে দেখি একটি কাগজ ঝোলে।খুলে দেখি প্রেমের ছড়া, কদিন আগে লেখা,ধন্য জীবন অন্য রকম, পেয়ে তোমার দেখা।তুমি পাশে থাকলে আমার পাই না মোটে খিদা,তোমার প্রেমে মগ্ন আমি, তোমার প্রেমেই ফিদা।বউ দাঁড়ালো ঝাঁটা হাতে, ভীষণ রেগেমেগে,কোনোরকম জান বাঁচিয়ে পালিয়ে এলাম ভেগে।ঘণ্টা খানেক মন্টা...