বিএনপি নিয়ে কথা বলার আগে হিসাব-নিকাশ করা উচিত
ডিসেম্বর ১৫, ২০২৪, ০৭:৫৬ পিএম
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের সমালোচনা করে বিএনপির নেতারা বলেছেন, ``পদগুনে বুদ্ধিমান, পতাকা বলে শক্তিমান``। ব্যাখ্যা দিয়ে বলেন, পদগুণে হলো বুদ্ধিমান, পতাকাগুনে শক্তিমান কিন্তু যখন পতাকা থাকে না, তখন শক্তিও থাকে না। বিএনপি সম্পর্কে যে যাই বলেন, পদগুনে বলেন না। পরামর্শ শুনতে চাই।রোববার (১৫ ডিসেম্বর) রাজধানী ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এক আলোচনা সভায়...