মোবাইল ছাড়া আট ঘণ্টা কাজ, মহেশের প্রশংসায় পরিচালক
নভেম্বর ১৬, ২০২৫, ০২:৪৭ পিএম
ভারতের খ্যাতনামা পরিচালক এস এস রাজামৌলি অভিনেতা মহেশ বাবুর এক বিরল ও অনুকরণীয় অভ্যাসের কথা প্রকাশ করেছেন, যা তার মতে সবার শেখার মতো।
হায়দরাবাদের রামোজি ফিল্ম সিটিতে মাহেশ বাবুর নতুন ছবি ‘বারাণসী’–র শিরোনাম ঘোষণা অনুষ্ঠানে রাজামৌলি জানান, শুটিং বা অফিসে এলে মহেশ বাবু মোবাইল ফোন স্পর্শই করেন না।
তিনি বলেন, ‘মাহেশ বাবু...