ইশার নার্স থেকে ফেন্সার হওয়ার গল্প
সেপ্টেম্বর ১, ২০২৫, ০৮:৪৭ এএম
এমিলি রায় ইশা মিরপুরের সাইক নার্সিং কলেজের ছাত্রী। তার কাজ হচ্ছেÑ চিকিৎসাপত্র, ওষুধ কিংবা ইনজেকশনের সিরিঞ্জ ইত্যাদি নিয়ে ব্যস্ত থাকা। তবে তরবারি হাতেও একজন সফল ফেন্সার হওয়ার নজির দেখালেন ইশা। গত শনিবার শেষ হওয়া জুলাই রেভল্যুশন ফেন্সিং চ্যাম্পিয়নশিপে পদক জিতেছেন মিরপুরের এই তরুণী। মিরপুর ফেন্সিং ক্লাবের হয়ে এত দিন খেললেও...