জমকালো আয়োজনে এসএসসি ০২-এইচএসসিসি ০৪ বন্ধু পরিবারদের মিলনমেলা
নভেম্বর ২৬, ২০২৪, ০২:০২ পিএম
সম্প্রতি জমকালো আয়োজনে, বাংলাদেশি সমবয়সী ব্যাচমেট এসএসসি ২০০২ এবং এইচএসসি ২০০৪ এর বন্ধু ও পরিবারের মিলন মেলা হয়ে গেল লা মিশন হোটেল, দোহা, কাতারে। কাতার এ বসবাসরত বন্ধুদের এ আয়োজনে যোগ দিয়েছিল নিউ ইয়র্ক, থাইল্যান্ড, ও বাংলাদেশ থেকে বন্ধুরাও।পৃথিবীর বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা সমবয়সি প্রায় ৪৭০০০ বন্ধুদের পরিবার হয়ে...