নিজেদের শেষ অ্যালবাম ও বিদায়ী কনসার্টের ঘোষণা দিল মেগাডেথ
আগস্ট ২০, ২০২৫, ১০:৩৯ পিএম
চার দশকের অগ্নিময় যাত্রার শেষ প্রহরে দাঁড়িয়ে বিদায়ের ঘণ্টা বাজাল কিংবদন্তি থ্রাশ মেটাল ব্যান্ড মেগাডেথ। বিশ্বজুড়ে কোটি ভক্তের প্রিয় এই ব্যান্ড জানাল, তাদের পরবর্তী স্টুডিও অ্যালবামই হবে শেষ, আর ২০২৬ সালে অনুষ্ঠিত হবে মহাযজ্ঞের মতো বিদায়ী বিশ্বভ্রমণ কনসার্ট।
প্রতিষ্ঠাতা ও প্রধান কণ্ঠশিল্পী ডেভ মাস্টেইন সামাজিক যোগাযোগমাধ্যমে এক আবেগঘন বার্তায় বলেছেন, ‘বেশির...