কমনওয়েলথ যুব রচনায় ৩য় স্থান পেয়েছেন পাইকগাছার জসীম
সেপ্টেম্বর ২২, ২০২৪, ০৮:০৩ পিএম
থিঙ্ক ট্রেড, থিঙ্ক গ্রিন: কমনওয়েলথ ইনোভেটিভ ইয়ুথ অ্যাসে অ্যাওয়ার্ড ২০২৪: কমনওয়েলথ উদ্ভাবনী যুব প্রবন্ধ লিখে ৩য় স্থান পেয়ে পাইকগাছার মো. জসীম হাওলাদার পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন। আগামী মাসের ২২ থেকে ২৩ অক্টোবর সামোয়াতে কমনওয়েলথ ইয়ুথ ফোরামে যোগদানের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। কমনওয়েলথ ভুক্ত ৫৬ টি দেশের মধ্যে ১৮থেকে ২৯ বছর...