রক্তদানের আগে-পরে যেসব বিষয় মনে রাখা জরুরি
জুলাই ২৯, ২০২৫, ০৯:১৭ এএম
জরুরি মুহূর্তে বা সাধারণ সময়েও রক্তদান একটি মহৎ ও জীবন রক্ষাকারী কজ। কিন্তু রক্তদানের আগে-পরে কিছু বিষয় মাথায় না রাখলে বিপরীতে শরীরের ক্ষতিও হতে পারে।
নিজে রক্তদানে উপযুক্ত কি না, সেটাও আগে যাচাই করে নেওয়া উচিত বলে জানিয়েছেন হেল্থ এইড হাসপাতালের চিকিৎসক ডা. আফিফ বাসার।
কখন রক্তের প্রয়োজন হয়?
রক্তের প্রয়োজন জীবনের যেকোনো...