ইথারের হাইওয়ে যাত্রা
মার্চ ৯, ২০২৫, ০৩:০৫ পিএম
স্বপ্নহীন জীবন যেন এক থেমে থাকা গাড়ি, যার গন্তব্য নেই; যার চলার নেই কোনো গতি। কিন্তু কিছু গাড়ি থাকে, যারা নিজেরাই হয়ে ওঠে হাইওয়ে, তৈরি করে নিজের পথ, আর ছুটে চলে অনিশ্চিতের দিকে। ঠিক সেরকমই এক ভ্রমণের নাম ‘হাইওয়ে’। হাইওয়ে একটি এমন ব্যান্ড; যা পথের মতোই অস্থির, বহমান, এবং রহস্যময়।...