শিশিরভেজা শরতের শিউলি ফুলের ছোঁয়া
অক্টোবর ৩, ২০২৪, ০৩:১২ পিএম
প্রকৃতিতে এখন চলছে শরৎকাল। এসময় প্রকৃতি হয় স্নিগ্ধ, শান্ত ও কোমল। আকাশে ছুটে চলে মেঘের খেয়া। নদীর কূলে বাতাসে দোলে সাদা মেঘের মতো কাশফুল। স্নিগ্ধতার আবেশ ছড়িয়ে পড়ে চারিদিকে।ঋতুর রানী শরতের এই দিনে মন মাতানো ঘ্রাণ নিয়ে হাজির হয় শিউলি ফুল। শিউলির অন্য নাম শেফালী। শরতে বিভিন্ন ফুলের সমাহার থাকলেও...