ভোলায় এগিয়ে চলছে মানবতার দুয়ারের কার্যক্রম
মার্চ ৭, ২০২৫, ০৮:৪৩ পিএম
ভোলায় যেন থেমে নেই মানবতার দুয়ারের কার্যক্রম। বিবা’র মানবতার দুয়ার এগিয়ে চলছে মানবতার সেবায়। আপনার প্রয়োজনে নিয়ে যান, অন্যের প্রয়োজনে দিয়ে যান এই স্লোগানকে সামনে রেখে ‘দি বেস্ট ইনিশিয়েটিভ অব ভোলা এসোসিয়েশন’ (বিবা) এর আয়োজনে মানবতার দেয়াল থেকে শুক্রবার (৭ মার্চ) সকাল ১১টায় দরিদ্র অসহায় নারী-পুরুষের মাঝে জায়নামাজ বিতরণ করা...