ভরা মৌসুম-আমদানির পরেও ঊর্ধ্বমুখী রাজশাহীর চাল বাজার
জানুয়ারি ১, ২০২৫, ০৪:০৫ পিএম
দেশে নবান্ন উৎসব হয় অগ্রহায়ণের শুরুকে। যা ইংরেজি মাসের নভেম্বরের মাঝামাঝি। এসময় আমন ধান কেটে ঘরে তোলে কৃষক। হিসেব অনুযায়ী এখন আমনের ভরা মৌসুম চলছে। এমন ভরা মৌসুমে চালের বাজার বরাবরই নিম্নমুখী থাকে। নবান্ন উৎসবের দেড় মাস পরে এসেও চালের দামও উচ্চমুখি। সরবরাহে ঘাটতি না থাকলেও গ্রাম থেকে শহর সবখানেই...