জামাতে নামাজ আদায়ের ইহকালীন ও পরকালীন ফজিলত
নভেম্বর ৬, ২০২৪, ০৯:০০ পিএম
জামাতের সাথে নামাজ আদায়ের যেমনি ইহকালীন উপকারিতা রয়েছে, তেমনি পরকালীন এবং সামাজিক উপকারিত রয়েছে। কেননা জামাতের সাথে নামাজ আদায় হচ্ছে একটি সামাজিক সংগবদ্ধ ইবাদত। এর বহুবিধ ফায়দা ও উপকারিতা রয়েছে ।জামাতের সাথে নামাজ আদায়ের পরকালীন ফায়দা:জামাতের সাথে নামাজ আদায় করার ব্যাপারে আল্লাহ রব্বুল আলামীন কুরআন কারীমে এরশাদ করেন, ‘তোমরা নামাজ...