‘ভালোবাসায় ভীত’ অনীত! কী বললেন ‘সাইয়ারা’র নায়িকা?
আগস্ট ৮, ২০২৫, ১২:১৩ এএম
বলিউডে সবে পা রেখেছেন, আর প্রথম ছবিতেই যেন বাজিমাত করে দিলেন অনীত পাড্ডা। ‘সাইয়ারা’ সিনেমা দিয়ে রীতিমতো ঝড় তুলেছেন সিনেমাহলে, আর অনীত? তিনি তো হয়ে উঠেছেন সোশ্যাল মিডিয়ার হার্টথ্রব! লম্বা লিস্ট ভক্তদের, ইনবক্স ভর্তি প্রশংসা, রিলস-কমেন্টে প্রেমে হাবুডুবু খাচ্ছেন অনুরাগীরা।
তবু এই সাফল্যের মধ্যেই কোথা থেকে যেন ভয় ঢুকেছে অনীতের মনে।...