সিন্ডিকেট করে উপার্জন হারাম: বায়তুল মোকাররম খতিব
নভেম্বর ২, ২০২৪, ০২:২১ পিএম
অসাধু ব্যবসায়ীদের সিন্ডিকেটের মাধ্যমে উপার্জনের বিষয়ে জুমার বয়ানে ইসলামের বিধান তুলে ধরেছেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের নতুন খতিব মুফতি আবদুল মালেক।শুক্রবার (১ নভেম্বর) জুমার বয়ানে তিনি বলেন, বাজারে সিন্ডিকেট করে অতিরিক্ত মুনাফা আদায়, মানুষকে বিপদে ফেলে দ্রব্যমূল্য বাড়িয়ে দেয়া ভয়ংকর কাজ এবং তা হারাম। এ ধরনের উপার্জন থেকে তিনি সবাইকে...