কেন এত আলোড়ন অ্যাভাটারের তৃতীয় কিস্তি নিয়ে?
জুলাই ২৯, ২০২৫, ০৮:৩৯ পিএম
তিন বছর সময় পেলেই নির্মাতা জেমস ক্যামেরন বানিয়ে ফেলেন এক-একটা নতুন মহাবিশ্ব। আগেও করেছেন, এবারও তা-ই করলেন। অ্যাভাটারের তৃতীয় কিস্তির প্রথম ট্রেইলার মুক্তির মধ্য দিয়ে আবার শুরু হয়েছে এক অলৌকিক যাত্রা। চোখ ধাঁধানো ভিজ্যুয়াল, মর্মস্পর্শী আবেগ, আর আগুনের তাপে পুড়তে থাকা প্যান্ডোরার নতুন অধ্যায়—সবকিছু মিলিয়ে ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’ যেন কেবল আরেকটা...