‘মা, ওষুধ কাজ করছে না, ফেরত দিই’—আইসিইউ থেকে শিশুর চিঠি
সেপ্টেম্বর ১, ২০২৫, ০২:০৮ পিএম
মাত্র ১৩ বছর বয়সেই আটটি মারণব্যাধিতে আক্রান্ত লিউ ফুইউ। বর্তমানে আইসিইউতে শয্যাশায়ী শিশুটি। বাঁচার আশায় হাসপাতাল ছেড়ে বাড়িতে যেতে চায় সে। আর সেই অনুরোধ জানিয়ে মাকে লিখেছে এক আবেগঘন চিঠি। চিঠিতে মাকে চিকিৎসা বন্ধ করার অনুরোধ জানিয়ে লিখেছে, ‘মা, চলো ওষুধগুলো ফেরত দিই। এগুলো কাজ করছে না। আমি যদি বাড়ি...