৬০০ বছর পর জেগে উঠল আগ্নেয়গিরি, ভূমিকম্পই কি কারণ?
আগস্ট ৩, ২০২৫, ০৩:৫৭ পিএম
রাশিয়ার কামাচাটকা উপদ্বীপে ৬০০ বছর পর প্রথমবারের মতো জেগে উঠেছে ক্রাশেনিনিকোভ আগ্নেয়গিরি।
রোববার (৩ আগস্ট) রুশ সংবাদ সংস্থা আরআইএ দেশটির বিজ্ঞানীদের তরফে জানিয়েছে, গত সপ্তাহে রাশিয়ায় যে ভূমিকম্প হয়েছিল, তার জেরেই জেগে উঠেছে এই আগ্নেয়গিরি।
কামাচাটকা আগ্নেয়গিরি অগ্ন্যুৎপাত পর্যবেক্ষণ দলের প্রধান ওলগা গিরিনা আরআইএ-কে বলেন, ৬০০ বছর পরে এই প্রথমবার ক্রাশেনিনিকোভ...