জিনাত হাকিমের ‘সন্ধ্যাতারা’
অক্টোবর ১৮, ২০২৪, ০৫:০৯ পিএম
দেশের জনপ্রিয় নাট্যকার ও নির্দেশক জিনাত হাকিম। সম্প্রতি তার চিত্রনাট্য ও পরিচালনায় মার্কিন যুক্তরাষ্ট্রে নির্মিত হয়েছে বিশেষ নাটক ‘সন্ধ্যাতারা’। নাটকটিতে অভিনয় করেছেন প্রখ্যাত অভিনেতা আজিজুল হাকিম, মুস্তাফা কলি, তানিয়া আহমেদ, সুর্জানা কবীর প্রমুখ। যুক্তরাষ্ট্রের ডেনভার ও কলোরাডোতে নাটকটির দৃশ্য ধারণ হয়েছে বলে জানিয়েছেন জিনাত হাকিম।নাটকের গল্পে প্রসঙ্গে তিনি রূপালী বাংলাদেশকে...