ক্ষমতায় যেতে পারবে কি এনসিপি?
মার্চ ৩, ২০২৫, ০৯:১২ পিএম
রাজনীতির মাঠে নতুন দল ন্যাশনাল সিটিজেন পার্টি (এনসিপি)। নতুন এই দলের হাতে সময় আছে এক বছরের কিছু বেশি কিংবা কম। ডিসেম্বরে নির্বাচন হলে তো হাতে সময় আরও কম। এরই মাঝে গোছাতে হবে সারা দেশ। নিতে হবে নির্বাচনের প্রস্তুতি। ছাত্রদের নতুন দল গঠনের আগে বলা হয়েছিল ভারতের আম আদমি পার্টি, পাকিস্তানের...