প্রথমবার মিশরে আর্শিয়া
এপ্রিল ৭, ২০২৫, ০১:০৯ পিএম
চলতি প্রজন্মের গ্ল্যামারাস উপস্থাপিকা আর্শিয়া আলম। মডেলিংয়ের মাধ্যমে শোবিজে পা রাখলেও তিনি থিতু হয়েছেন উপস্থাপনায়। যমুনা টেলিভিশনে ‘শোবিজ টুনাইট’, ‘ছুটির রাতে লাইভ’ ও ‘সুন্দরের স্বপ্নে’ নিয়মিত উপস্থাপনা করছেন। পাশাপাশি করপোরেট শো সঞ্চালনা করেন আর্শিয়া। সে ধারাবাহিকতায় এবারই প্রথম মিশরের কায়রো যাচ্ছেন এ গ্ল্যামার গার্ল। আসছে ১০ এপ্রিল কায়রোতে কাই অ্যালটেক...