ইকুয়েডরে কারাগারে সংঘর্ষে কমপক্ষে ১৭ জন নিহত
সেপ্টেম্বর ২৬, ২০২৫, ১১:৩৬ এএম
ইকুয়েডরের এক কারাগারে ভয়াবহ সংঘর্ষে ১৭ জন নিহত হয়েছে। এ নিয়ে এক সপ্তাহে দ্বিতীয়বারের মতো সংঘর্ষের ঘটনা ঘটলো দেশটির কারাগারে। এবারের সংঘর্ষটি হয় দেশটির উপকূলীয় শহর এসমেরালদাসে মাদক ব্যবসায়ী প্রতিদ্বন্দ্বী গ্যাংগুলোর মধ্যে। দেশটির জাতীয় পুলিশ এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
পুলিশ জানায়, সংগঠিত অপরাধীগোষ্ঠী ‘লস টিগুয়েরোনেস’-এর নির্দেশে ‘লস লোবোস’, ‘লস চোনেরোস’ এবং টিগুয়েরোনেস গোষ্ঠীর...